বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, দাখিল/সমমান (ভোকেশনাল) এবং আলিম/সমমান (ভোকেশনাল) থেকে পাশকৃত ভতিচ্ছু শিক্ষার্থীরা তাদের পছন্দের মাদরাসায় প্রয়োজনীয় কাগজপত্র জমাদান সাপেক্ষে আবেদন করতে পারবে।
এরূপ শিক্ষার্থীদের তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি এবং আবেদন ফি বাবদ ৩৫০/= (তিনশত পঞ্চাশ টাকা) সহ তাদের পছন্দের মাদরাসায়
(যে মাদরাসায় ভর্তি হতে আগ্রহী) যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।